খেলাধুলা

চোটের মিছিলে যোগ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ গাজানফারের

ছবি: সংগৃহীত

বাংলাদেশি দর্শকদের কাছে নামটা আরও বেশি পরিচিত থাকার কথা। আল্লাহ মোহাম্মদ গাজানফার সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে লাল-সবুজ দলের ব্যাটিং লাইন-আপ ধ্বসের কারিগর ছিলেন। আফগান বোলিং লাইনআপের এই অন্যতম সেনানীকে চ্যাম্পিয়নস ট্রফিতে মিস করতে যাচ্ছে দলটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নিজেদের এক্স-হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

স্পিনার গাজানফার মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশের অংশে আঘাত পেয়েছেন। এতে অন্তত ৪ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও মাঠে থাকা হবে না তার।

গাজানফারের পরিবর্তে আফগান দলে নেয়া হয়েছে নাঙ্গেলিয়া খারোটে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান স্কোয়াড

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, নূর আহমেদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন