আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আ.লীগ সরকার: প্রধান উপদেষ্টা
আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আ.লীগ সরকার। এই ধরনের অপরাধের সাথে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এ কথা বলেন।
এর আগে সকালে মন্ত্রিপরিষদে সিদ্ধান্তে ‘আয়নাঘর’ নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
এর আগে গেলো ১৯ জানুয়ারি মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন কমিশনের সদস্যরা।
বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গুম কমিশন গঠন করা হয়। তাদের প্রতিবেদনে আয়নাঘরের অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে।
এসি//