সিইসি’র সঙ্গে জামায়াতের বৈঠক আগামীকাল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে।
এর আগে গেলো ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে।
চলতি বছরের ডিসেম্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
জেএইচ