চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে শান্তদের ফটোসেশন
শেষ সময়ের প্রস্তুতি চলছে। স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে। অল্প কিছুদিন বাকি আছে চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশ দল উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশ্যে। তার আগে মিরপুরে পুরো দল মিলে ফটোসেশন হলো আজ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে শেষ অনুশীলন হবে। তার আগে পুরো দল মিলে ফ্রেমবন্দী হয়েছে বাংলাদেশ।
যেখানে উপস্থিত স্কোয়াডের সদস্যরা, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমূল আবেদীন ফাহিম ও কোচিং স্টাফরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। আগামী ১৭ তারিখ সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্ত’র দল।
বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান। হাইব্রিড মডেলের কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
এমএইচ//