আন্তর্জাতিক

নেতানিয়াহুর কঠোর সমালোচনায় ইসরাইলের বিরোধী দলীয় নেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির বিরোধী দলীয় নেতা্ ইয়ার লাপিদ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি বিলম্বিত হওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ি করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা্ ইয়ার লাপিদ।

ইসরাইলের সংবাদমাধ্যম রেডিও ওয়ান জিরো থ্রি এফএমকে দেওয়া এক সাক্ষাতকারে লাপিদ বলেন, ‘হামাসের অবস্থান নেতানিয়াহুর প্রতিক্রিয়ায় এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্রমাগত বলছেন যে তিনি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে যেতে চান না।’

তুরষ্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহু ও তার সরকার সময় বাঁচাতে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য কাজ করছে।

জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চলমান রাখতে নেতানিয়াহুকে কাতারের রাজধানীতে যাওয়ার আহবানও জানান ইসরাইলের এই বিরোধী দলীয় নেতা।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন