আন্তর্জাতিক

জার্মানির পর ট্রাম্পের ‘গাজা প্রস্তাব’ প্রত্যাখ্যান করলো ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ছবি: সংগৃহীত

জার্মানির পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া গাজা খালি করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ফিলিস্তিনি এবং তাদের আরব প্রতিবেশীদের প্রতি ‘সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

গেলো বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

ম্যাক্রোঁ বলেন, ‘আপনি ২০ লাখ মানুষকে বলতে পারেন না আপনাদের সরে যেতে হবে। সঠিক জবাব হলো- এটি রিয়েল এস্টেট অভিযান নয়, এটি একটি রাজনৈতিক অভিযান।’ ম্যাক্রোর ওই সাক্ষাতকার মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) প্রকাশ করে সিএনএন। 

এর আগে,  রোববার ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছিলেন  জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

মার্কিন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়, রোববার নির্বাচন-পূর্ব একটি বিতর্কে চ্যান্সেলর শলৎজ এ মন্তব্য করেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন।

গাজা পুনর্গঠন করে এটিকে ‘মধ্যপ্রাচ্যের সমুদ্রসৈকতে’ পরিণত করার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে চ্যান্সেলর বলেন, ‘এটি একটি কেলেঙ্কারি। সত্যিকারেই এক ভয়ানক অভিব্যক্তি।’

ওই বিতর্ক অনুষ্ঠানে ওলাফ শলৎজ আরও বলেন, ‘গাজার জনগণকে অন্যত্র স্থানান্তর করা অগ্রহণযোগ্য। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ এ বিষয়ে মিসর ও জর্ডানের অবস্থানের প্রতি সমর্থন জানান তিনি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন