ইউক্রেনে যুদ্ধ বিরতি ইস্যুতে ট্রাম্প-ম্যাঁক্রোর ভিন্ন বার্তা
ইউক্রেনে যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়েই একমত নন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দু’নেতার যৌথ সাংবাদ সম্মেলনেও তাদের মতভেদ প্রকাশ্যে এসেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বা হয়, গেলো সোমবার (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার পর যৌথ সাংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স যুদ্ধ বন্ধ করতে দ্রুত চুক্তি চায়। তবে সেই চুক্তি ভঙ্গুর হলে চলবে না। আর শান্তি মানে এই নয় যে, ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে। ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুদ্ধ বিরতি চুক্তিকরা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
ওই সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটা কথাও বলেননি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চান। এবিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলেন। পুতিন বলেছেন এটা নিয়ে তার কোনো সমস্যা নেই।’
তবে ট্রাম্প ও ম্যাক্রো একটা বিষয়ে একমত হয়েছেন। তা হলো, যুদ্ধ বন্ধ হওয়ার পর ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি।
এমআর//