১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
ভারতে অবৈধভাবে বসবাসকারী একজন অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আহমেদাবাদ পুলিশের অপরাধ বিভাগ। গেলো ১ ফেব্রুয়ারি এসব বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। মার্চের মধ্যে আরও ৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে।
পুলিশের সহকারী কমিশনার (এসিপি) ভারত প্যাটেলের বরাতে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এসিপি) ভারত প্যাটেল বলেন, ২০২৪ সালে আহমেদাবাদের চাদোলা এলাকায় অভিযান চালিয়ে ১ অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুসহ ৫০জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।এসব বাংলাদেশিদের কাছে ভুয়া ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। এসময় বাংলাদেশি নারী ও শিশুদের অনৈতিক কর্মকান্ডে বাধ্য করা একটি চক্রের সন্ধান পায় পুলিশ। পরে অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, আটকৃতরা সবাই বাংলাদেশি। এর পরে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, দূতাবাসের মাধ্যমে একজন অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুসহ ১৫জন বাংলাদেশিকে ১ ফেব্রুয়ারি ফেরত পাঠানো হয়েছে। বাকিদের মার্চের মধ্যে ফেরত পাঠানো হবে।
ভারত প্যাটেল বলেন, পতিতাবৃত্তিতে জড়িত নারীদের এই কাজে বাধ্য করতেন দালালরা। সেখান থেকে পাওয়া অর্থ ব্যবসা-বাণিজ্যের আড়ালে বাংলাদেশে পাঠানো হতো।
এনএস/