খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আজ দেশ ছাড়বে শান্ত ও তার দল

ছবি: বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বেশি দিন বাকি নেই। দলগুলো এরমধ্যে ভেন্যুর উদ্দেশে যাত্রা শুরু করছে। মিরপুরে গতকাল শেষ অনুশীলন করেছে বাংলাদেশ। আর আজ টুর্নামেন্ট খেলার লক্ষ্যে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।

দুবাইয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহীন’সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। মূল ম্যাচ শুরুর আগে এই একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট উপলক্ষে আনুষ্ঠানিক ফটোসেশন করেছে ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমূল আবেদীন ফাহিম।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন