সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ থাকবে মদ
সৌদি আরবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সৌদি সংস্কৃতির উপর সম্মান জানিয়ে এই আয়োজনে মদ্যপানের ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ।
সম্প্রতি ইংল্যান্ডের রেডিও স্টেশন এলবিসির একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না।
তিনি আরও বলেছেন, ‘অ্যালকোহল এই মুহূর্তে নিষিদ্ধ। এটা ছাড়াও অনেকভাবে মজা করা সম্ভব। শতভাগ প্রয়োজনীয়তা নেই এর, আপনি চাইলে দেশ ছাড়ার পর এটা পান করতে পারবেন। কিন্তু এখন অ্যালকোহলের অনুমোদন নেই।‘
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগে অ্যালকোহল নিয়ে একবার আলোচনা ওঠে। শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত হয়, স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি হবে না। তবে হোটেল ও ফ্যান পার্কগুলো থেকে অ্যালকোহল ক্রয় করতে পেরেছে আগ্রহী দর্শকরা।
এমএইচ//