ইউক্রেনে যুদ্ধ বন্ধে সৌদি আরবে হতে পারে ট্রাম্প-পুতিনের বৈঠক
ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।
বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প।
এরপরই হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব।
যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগি ছিল বাইডেন প্রশাসন। তবে এই যুদ্ধ শেষ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো।
এমআর//