আইন-বিচার

প্রাথমিকে শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এবার হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গেলো ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এদিকে, এ রায়ের প্রতিবাদে ওইদিনই আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এরপর থেকে টানা আন্দোলন করে আসছেন নিয়োগপ্রত্যাশীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন