নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের শাহবাগ অবরোধ, জলকামান নিক্ষেপ
আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। এছাড়া বেশ কয়েকজন আন্দোলনকারীকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে।
জানা যায়, টানা অষ্টম দিনের মত রাস্তায় নামেন শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তা অবরোধ করেন তারা। এসময়ে সায়েন্স ল্যাব হয়ে মৎস্য ভবন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাশেদা বেগম নামে এক নারী বলেন, ‘এ সরকার আমাদের চাকরি দিয়েও কেড়ে নিয়েছে। তাই আমরা রাস্তায় নেমেছি। চাকরি ফিরিয়ে না দিলে সন্তানদের নিয়েই রাস্তায় শহীদ হয়ে যাব।’
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বেশিরভাগই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ কেউ শিশুদেরও সঙ্গে নিয়ে এসেছেন। আন্দোলনকারীদের অনেককেই শরীরের কাফনের কাপড়ে পরে বিক্ষোভ করতে দেখা যায়।
গতকাল ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেয়া হয়।
এর আগে ওইদিন দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানানো হয়। কিন্তু উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আই/এ