গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান; ঐক্যবদ্ধ অবস্থানে মিশর-জর্ডান
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে অধিবাসীদের জোরপূর্বক স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মিশর ও জর্ডান কোনোভাবেই মেনে নেবে না। এমনটি জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের সাক্ষাতের পর বুধবার গাজার বিষয়ে দুই নেতা ‘ঐক্যবদ্ধ’ অবস্থানের ওপর জোর দিয়েছেন।
তুরষ্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গাজা নিয়ে মিশরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে মিশর ও জর্ডানের ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করেছেন, যাতে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত না করা হয়।’
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসে আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করার ঘোষণা দিয়েছে মিশর। সেখানে গাজার পুনর্গঠনের জন্য এমন একটি ‘সামগ্রিক দৃষ্টিভঙ্গি’ উপস্থাপন করবে, যা ফিলিস্তিনিদের নিজ ভূমিতে টিকিয়ে রাখবে।
অন্যদিকে, জর্ডানের রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে তাদের ‘একীভূত’ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
মিশর ও জর্ডান উভয়ই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা বৈদেশিক সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাদের অন্যতম প্রধান দাতা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এমআর//