চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করলো পুলিশ
সচিবালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের দেড় দশকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এর আগে, আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের প্রেস ক্লাবের দিকে ফিরিয়ে দেয়।
পুলিশ জানায়, কোনোরকম ঘোষণা ছাড়াই প্রেস ক্লাব থেকে সচিবালায়ের অভিমুখে আসেন চাকরি হারানো পুলিশ সদস্যরা। রমনা জোনের ডিসি মাসুদ আলম তাদেরকে বুঝানোর চেষ্টা করলে তার ওপর চড়াও হন চাকরি হারানো পুলিশ সদস্যরা। এরপরই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরানকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘অন্যায়ভাবে বিগত সরকারের আমলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই সরকারের কাছে চাকরিতে পুনঃবহালের দাবি জানিয়ে আসছি। আজকে আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছে, আমরা জানি না’।
আন্দোলনকারী মিজানুর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম চাকরি ফিরে পাওয়ার জন্য৷ ১০ জনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। কয়েকজনকে ধরেও নিয়েছে। আমরা এ হামলার সুষ্ঠু সমাধান চাই।”
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার পতনের পর গেলো ১৮ অগাস্ট চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান বিগত ১৫ বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
তাদের দাবি, সামান্য কারণে বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটির জন্য তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত করা হয়েছে হাজারো পুলিশ সদস্যকে।
আই/এ