খেলাধুলা

সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ রোনালদো

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হিসেবে এবারও এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। টানা দ্বিতীয়বারের মতো আয়ের দিক থেকে শীর্ষে এই ফুটবলার।

খেলাধুলার আর্থিক বিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টিকো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে আল নাসর তারকা আয়ের দিক থেকে আছেন সবার ওপরে।

২০২৪ সালে রোনালদো মোট আয় করেছেন ২৬ কোটি ডলার বা প্রায় ৩১৫০ কোটি টাকা। শুধু ক্লাব আল নাসর থেকে পারিশ্রমিকই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। স্পনসর ও চুক্তি বাবদ এসেছে সাড়ে ৪ কোটি ডলার।

পেশাদার খেলাধুলা অপেক্ষাকৃত তরুণদের জন্য হলেও এবার স্পোর্টিকোর তালিকায় শীর্ষ আট আয়কারী ক্রীড়াবিদের মধ্যে শুধু নেইমারের বয়স ৩৫ বছরের নিচে। বাকি সাতজন ৩৫ পার করেছেন।

রোনালদোর পর দ্বিতীয় স্থানে আছেন বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি। তার গত বছরের পারিশ্রমিক ৫ কোটি ৩৮ লাখ ডলার। স্পনসর থেকে আয় ১০ কোটি ডলার। সবমিলিয়ে আয় ১৫ কোটি ৩৮ লাখ ডলার। ব্রিটেনের সাবেক বক্সার টাইসন ফিউরি আছেন তালিকার তিনে। তার মোট আয় ১৪ কোটি ৭০ লাখ ডলার।

এরপর চতুর্থ আছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। মেসির মোট আয় ১৩ কোটি ৫০ লাখ ডলার।

তালিকার পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। তার গত বছরের মোট আয় ১৩ কোটি ৩২ লাখ ডলার।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন