এবার মহাসমাবেশ ঘোষণা করলেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা
টানা আটদিন ধরে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের আন্দোলন। এবার আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পর রবিবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। কর্মসূচির কথা তুলে ধরেন জান্নাতুন নাঈম সুইটি, সামিয়া আক্তার ও নওরীন আক্তার।
এসময় নিয়োগপ্রত্যাশীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান স্থলত্যাগ না করবেন না। অধিকার আদায় না হলে প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবুও তাদের অধিকার আদায় কররে ছাড়বেন। এসময়ে পুলিশ যেসব শিক্ষকদের আটক করেছে, তাদের এক ঘণ্টার মধ্যে ছেড়ে দেয়ার আল্টিমেটাম দেন তারা।
আন্দোলনকারীরা জানান, আগামী দুই দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। নারী শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত তোলার প্রতিবাদ এবং যোগাদানের দাবিতে রোববার মহাসমাবেশ করা হবে।
আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে নিয়োগপ্রত্যাশীরা বলেন, আমরা নিয়োগপত্র পেয়েছি। ডোপ টেস্ট হয়েছে। যারা চাকরি পয়নি তারা রিট করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অথচ তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে দাবি আদায়ে আজও শাহবাগ অবরোধ করেন এসব শিক্ষকরা। পরে তাদের সরিয়ে দিতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এসময় ১৪ জন শিক্ষককে আটক করা হয়।
আই/এ