খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ অধিনায়কের দায়িত্বে মিরাজ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আজ রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। গতকাল দলের শেষ অনুশীলন অনুষ্ঠিত। এরমধ্যে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। তিনি নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় দেশ ছাড়বে বাংলাদেশ দল।

জানা যায়, নাজমুল শান্ত অধিনায়ক থাকলেও দলে কোনো ডেপুটি ছিল না। আজ সহ-অধিনায়কের নাম ঘোষণা হতে পারে এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। সেই প্রেক্ষিতে মিরাজকে এই দায়িত্বে আনা হলো।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত থাকতে পারেননি চোটের কারণে। তখন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এবারের আয়োজক দেশ পাকিস্তান। যদিও ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন