আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ উচ্ছেদের অভিযোগ
কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী ডলফিন মোড়ের প্রসিদ্ধ খাবার হোটেল বৈশাখী রেস্তোরাঁ এন্ড লাহাব কাবাব গুড়িয়ে দেয়া হয়েছে। উচ্চাদলতের নিষেধাজ্ঞা অয়াম্ন্য করে এ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই রেস্তোরার মালিক।
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকালে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে ভাম্যমান আদালতের অভিযানে রেস্তোরাঁটি উচ্ছেদ করা হয়েছে।
রেস্তোরাঁ মালিক কামরুল ইসলাম অভিযোগ করেছেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই অভিযান চালানো হয়েছে।
এতে তিনি বলেছেন, হামিদ গংয়ের পক্ষে যে জমি ছিল তা ২০০৪০ দাগে এবং উচ্ছেদ করা বৈশাখী রেস্তোরাঁর জমির দাগ নং ২০০০৩। হামিদ গংয়ের জমি ইতোপূর্বে সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করেন।
কিন্তু হামিদ কুমানসে তার বৈশাখী রেস্তোরাঁর জমিতে তাদের স্বত্ব রয়েছে দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে বৈশাখী রেস্তোরাঁ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। পরবর্তীতে হাইকোর্ট বৈশাখী রেস্তোরাঁর উপর স্থিতিবস্থা জারি করেন।
জমির পাশে সেই নিষেধাজ্ঞার সতর্কীকরণ নোটিশও টানানো রয়েছে। কিন্তু উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে এই অভিযানটি চালিয়ে বৈশাখী রেস্তোরাঁ অন্যায় ভাবে গুড়িয়ে দেয়া হয়েছে।
ভুক্তভোগী কামরুল ইসলাম আরও বলেন, 'আমার সাথে যা করা তা অত্যন্ত জঘন্য। এমন জঘন্য আচরণ কোনোভাবেই কাম্য নয়। এই অন্যায় মেনে নেয়ার মতো নয়। আমার সর্বসম্বল গুড়িয়ে দিয়ে আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি অন্যায়ের বিচার চাই।
এ ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, দু'পক্ষের মামলা রয়েছে আদালতে। আদালতের রায়ের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে।
আই/এ