ব্রাজিল-আর্জেন্টিনার কেউই নিশ্চিত করতে পারলো না শিরোপা
জিতলেই নিশ্চিত হতো শিরোপা, এমন সমীকরণে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছিলো ব্রাজিল ও আর্জেন্টিনা।
কিন্তু আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে জয় পায়নি কেউই। বিরতির আগে ৪০ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোলটি করেন ক্লাদিও এচেভেরি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৭৮ মিনিটে রায়ানের গোলে সমতায় ফেরে সেলেসাও যুবারা। আর কোন গোল না হলে ১-১ সমতায় থেকে শেষ হয় ম্যাচ।
ড্র হওয়ার কারণে শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে শিরোপা। প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।
আজকের ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এ পরিস্থিতিতে শেষ ম্যাচের পরও যদি দুই দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।