বিনোদন

কেক কেটে বাড়ির কর্মচারীর জন্মদিন পালন করলেন রণবীর-আলিয়া

বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। রিল ও রিয়েল, দুই ক্ষেত্রেই আলোচনায় থাকেন এই দুই তারকা। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এলো রণবীর-আলিয়ার বাড়ির অন্দরমহলের ছবি। যে ভিডিওতে তারকা দম্পতিকে তাদের হাউস ম্যানেজার ক্যারল ডায়াসের জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায়। আর তাতেই উঠে এসেছে রণবীর-আলিয়ার আবাসের ভেতরের কিছু ঝলক।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে সুন্দর একটা চকোলেট কেক কাটতে দেখা যাচ্ছে ক্যারলকে। তখন আলিয়া-রণবীর উৎসাহের সঙ্গে Happy Birthday গান গাইছিলেন। তিনি সেই কেক কেটে প্রথমে আলিয়া তারপর রণবীরকে খাইয়ে দেন। তারকা জুটিও পাল্টা সেই কেক আদর করে ক্যারলকে খাইয়ে দেন। ভিডিওতে বেশ স্পষ্ট যে কেক কাটার সময় আরও বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। তবে তাদের মুখ দেখা যায় নি। ক্যারল নিজেই তার জন্মদিন পালনের ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। সেখান থেকেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এদিন ক্যাজুয়াল সাদা ঘরোয়া পোশাকে দেখা যায় আলিয়া-রণবীর। আলিয়ার চুল ছিল খোঁপা করে বাঁধা। আর রণবীরকেও ছিমছাম পোশাকেই দেখা গেল, তার মাথায় ছিল টুপি। সিনেমার প্রয়োজনেই এই মুহূর্তে ঘন গোঁফ রেখেছেন তিনি। এর আগে রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালে এই লুকে প্রথম দেখা গিয়েছিল অভিনেতাকে। শোনা যাচ্ছে, এটাই আসলে সঞ্জয়লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য রণবীরের লুক। যে ছবিতে আলিয়া ভাট ও ভিকি কৌশলও রয়েছেন।

বেশ কয়েক বছর আগে আলিয়া ভাট তাদের হাউস ম্যানেজার একটা ইউটিউব ভিডিওতে ক্যারল ডায়াসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এছাড়াও ২০২২ সালে করণ জোহরের চ্যাট শোতে এসেও আলিয়া ক্যারলের কথা শেয়ার করেছিলেন। সেই বার করণের শোয়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সহ-অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে কফি কাউচ শেয়ার করেছিলেন আলিয়া। আবার মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় রণবীর-আলিয়ার সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেন ক্যারল।

কাজের বাইরে আলিয়া-রণবীর দুজনেই তাদের পারিবারিক জীবন সেলিব্রেট করতে ভালোবাসেন। কাজের ফাঁকে প্রায়ই মেয়ে রাহা কাপুরের সঙ্গে খেলাধুলো করতে দেখা যায় রণবীর-আলিয়াকে। সেই মুহূর্তগুলিও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও কাপুর খানদানের পারিবারিক অনুষ্ঠান বা তাঁদের কর্মীদের জন্মদিন উদযাপন সবেতেই থাকেন তারা।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন