আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফের ডুবলো বাংলাদেশি জাহাজ

ছবি: সংগৃহীত

আবারও পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ। জাহাটির নাম এমভি সি ওয়ার্ন্ড যা কিং ওশান শিপিং লাইন নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন।  এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় ছাইবোঝাই জাহাজটি ডুবে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় নদী থেকে আচমকাই ব্যাপক চিৎকার শুনতে পান স্থানীয়রা। জাহাজের কর্মীদের চিৎকার শুনতে পেয়ে কাছাকাছি থাকা জেলেরা নৌকা নিয়ে জাহাজটির কাছে যায়। দ্রুতই ডুবতে থাকা জাহাজটির ১৬ ক্রুকে উদ্ধার করে তারা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী।

দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে, ক্রু সদস্যদের প্রত্যেকেই থানায় পুলিশের আশ্রয়ে আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের নেওয়া হয়েছে স্থানীয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। সকলেই সুস্থ আছেন। ঘটনাটি জাহাজটির মালিক কোম্পানিকে জানিয়েছে জাহাজটির কর্মীরা। তাদের সিদ্ধান্ত জানার পর জাহাজ উদ্ধারের কাজ শুরু হবে।

প্রসঙ্গত, জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাইবোঝাই করে বাংলাদেশে ফিরছিলোপথেই আচমকা জাহাজের তলায় বড় শব্দ হয়। এরপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে। জাহাজটি নদীতে সম্পূর্ণ ডুবে গেছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন