বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসে কর্মী ছাঁটাই হবে
বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে তাদের কর্মী ছাঁটায়ের প্রস্তুতি নিতে বলেছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন তিনজন কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বহর টেলে সাজাতে রিপাবলিকান প্রেসিডেন্টের যে প্রচেষ্টা, এটিকে তারই অংশ বলে মনে করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তা-কর্মচারী কমানোর পাশাপাশি এসব দূতাবাসকে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া কর্মীদের সংখ্যা ১০ শতাংশ কমাতে বলা হয়েছে। শুক্রবারের মধ্যে দূতাবাস গুলোকে তাদের কর্মীদের একটি তালিকা পররাষ্ট্র দপ্তরে জমা দিতে বলা হয়েছে। এই তালিকার ভিত্তিতে পররাষ্ট্র দপ্তর পরবর্তী পদক্ষেপ নিবে।
আমেরিকান ডিপ্লোম্যাসির ন্যাশনাল মিউজিয়ামের মতে, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে মার্কিন কূটনীতিক ও স্থানীয় কর্মীদের নিয়োগ দেয়া হয়। আর দূতাবাসগুলোতে স্থানীয়ভাবে বেশি কর্মী নেয়া হয়।
আলাদাভাবে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোয় বিগত সপ্তাহগুলোতে প্রায় ৬০টি কনট্রাক্টরের (চুক্তিভিত্তিক কর্মী) চুক্তি বাতিল করা হয়েছে। দপ্তরের অন্য ব্যুরোগুলোতেও এ ধরনের আরও কাটছাঁটের সম্ভাবনা রয়েছে।
এনএস/