জাতীয়

বিজিবি-বিএসএফ সম্মেলনে গুরুত্ব পাবে যে বিষয়

ছবি: সংগৃহীত

বিজিবি-বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫৫ তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৭-২০ ফেব্রুয়ারি। এতে সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ এবং সম্প্রতি বিএসএফ ও বেসামরিকদের ওপর 'হামলা'র মতো বিষয় গুরুত্ব পাবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে এসব কথা বলেছে ভারত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদর দপ্তরে বিজিবি ও বিএসএফের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ দুই দেশের সীমান্ত বাহিনীরর দ্বি-বার্ষিক আলোচনা গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন