বিনোদন

৫ মাসের প্রেমের অভিজ্ঞতা জানালেন মধুমিতা

গেলো বছর পুজোর সময় মধুমিতা সরকার তার জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান। আনুষ্ঠানিক ভাবে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছেন মধুমিতা সরকার। জানিয়েছেন তিনি আর সিঙ্গল নন। বরং চুটিয়ে প্রেম করছেন দেবমাল্যর সঙ্গে। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স পাঁচ মাস। এই পাঁচ মাসে কেমন কাটছে দিন-রাত? কতখানি বুঝলেন প্রেমিককে? প্রেম দিবসে জানালেন মধুমিতা।

গেলো পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তবে এ বার দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গেই প্রণয়ের সম্পর্কে জড়ালেন মধুমিতা। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিকমাধ্যমে দিয়েছেন।

এবার প্রেম দিবসের ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইস্তেহার জানিয়ে লেখেন, ‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। আর চাই না এটা কখনও থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’

প্রসঙ্গত অনেক অল্প বয়সেই তিনি তার সহকর্মী সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন এবং বিয়ে করেন। নায়িকার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের সেটে তাদের আলাপ হয়েছিল। সেই সম্পর্কই গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু সেই বিয়ে মোটেই সুখের হয়নি। কয়েক বছরের মধ্যেই ইতি টানেন তারা তাদের বৈবাহিক সম্পর্কে। বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৯ সালে। এরপর দীর্ঘদিন সিঙ্গল ছিলেন অভিনেত্রী। সিঙ্গলহুড চুটিয়ে উপভোগ করেছেন। ঘুরে বেরিয়েছেন। মন দিয়ে কাজ করেছেন।

মধুমিতার নতুন প্রেমিক যে ছোটবেলার বন্ধু এবং বহুদিন পর আবার পুনর্যোগাযোগ হতে সেটা যে প্রেমের আকার নেয় সেটা জানা গেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhumitha (@madhumita_sarcar)

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন