টুকিটাকি

অ্যান্টিভ্যালেনটাইনস উইক শুরু, জেনে নিন কবে কোন ডে

১৪ ফেব্রুয়ারি ছিলো ভ্যালেনটাইনস ডে, যাকে ভালোবাসা দিবস বলা হয়। তার আগে এক সপ্তাহ ধরে উদযাপিত হয় ভ্যালেনটাইনস উইক বা ভালোবানর সপ্তাহ। ঠিক তেমনই আরেকটি বিশেষ সপ্তাহ আসে ১৫ ফেব্রুয়ারি। ওই দিন থেকে শুরু হয় অ্যান্টিভ্যালেনটাইনস উইক। ভ্যালেনটাইনস ডে বা উইকের যা অর্থ, ঠিক তার বিপরীত অর্থ এই বিশেষ সপ্তাহটির।

ভালোবাসার সপ্তাহটা কাটার পরে আসে এ সপ্তাহ। তবে এই সপ্তাহটাও বিশেষ। ভালোবাসার সম্পর্ক উদ্‌যাপন করার জন্য নয়। বরং যারা উদ্‌যাপন করতে পারেননি আগের সপ্তাহটা, এটি তাদের জন্য। গোটা বিশ্বেই এই চলতি সপ্তাহের নাম ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন’। সপ্তাহের সাতটা দিন বিভিন্ন নামে নামাঙ্কিত থাকে। যেমন ধরা যাক, কিক ডে, স্ল্যাপ ডে। তবে কবে কোন দিন পড়ে সেই তারিখটাও জেনে রাখা জরুরি। আসুন দেখে নেয়া যাক।

স্ল্যাপ ডে-১৫ ফেব্রুয়ারি, কিক ডে-১৬ ফেব্রুয়ারি পারফিউম ডে - ১৭ ফেব্রুয়ারি, ফ্লার্ট ডে - ১৮ ফেব্রুয়ারি, কনফেশন ডে - ১৯ ফেব্রুয়ারি, মিসিং ডে - ২০ ফেব্রুয়ারি, ব্রেক আপ ডে - ২১ ফেব্রুয়ারি

কোন ডে কেন পালন করা হয়?

স্ল্যাপ ডে : স্ল্যাপের অর্থ চড়। কোনও খারাপ সম্পর্কে রয়েছেন? আপনার সঙ্গী আপনার সঙ্গে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেন? এবার তাকে উচিত শিক্ষা দিতে চান? তাহলে এই দিনটি আপনার জন্য। দিনের নামেই লেখা রয়েছে কী করণীয় আপনার!

কিক ডে : কিকের অর্থ লাথি মারা। স্ল্যাপ ডে-র মতোই এই দিনটি একই অর্থে প্রযোজ্য। কোনও সম্পর্কে থাকতে অসহ্য লাগছে? সঙ্গীর সঙ্গে আর মানিয়ে নিতে পারছেন না? কিক শব্দটি রূপক অর্থে ধরলে এর অর্থ কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসা। ফলে প্রয়োজন বুঝে সেই সিদ্ধান্ত নিতেই পারেন।

পারফিউম ডে : মূলত নিজেকে নিয়ে ভাববার দিন এটি। নিজের ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দেয়ার দিনকে বোঝানো হয় পারফিউমের মাধ্যমে।

ফ্লার্ট ডে : অ্যান্টিভ্যালেনটাইনস উইকের চতুর্থ দিনটি পালন করা হয় ফ্লার্ট ডে হিসেবে। এই দিনটিতে নিজেকে কিছুটা বাঁধনমুক্ত করার দিন। একটা খারাপ সম্পর্কে থাকতে থাকতে বিরক্ত, অসহ্য লাগলে বেরিয়ে পড়ুন বাঁধন ছেড়়ে। নতুন কিছুর টানে। কী করবেন সে তো ডে-র নামেই লেখা রয়েছে।

কনফেশন ডে : যার প্রতি দীর্ঘদিন ধরেই ক্রাশ খেয়ে আছেন, তাকে মনের কথা জানানোর দিন ১৯ ফেব্রুয়ারি। এই দিনটি কনফেশনের মাধ্যমে বিশেষ করে তুলতেই পারেন।

মিসিং ডে : প্রিয় কাউকে খুব মিস করছেন? মনখারাপ হয়ে রয়েছে তাই? এই দিনটি তাকে মনের কথা জানিয়ে দিতেই পারেন। অথবা তাঁ জন্য লিখে ফেলতেই পারেন একটি বিশেষ চিঠি।

ব্রেক আপ ডে : সবটাই সুন্দর, সবটাই সুখের নাও হতে পারে জীবনে। বরং অনেক সময় এমন কিছু অপেক্ষা করে, যা হয়তো জীবনকে আরও সুন্দর করে দেবে ভবিষ্যতে। কোনও তিক্ত সম্পর্কে থাকলে এই দিন সম্পর্ক থেকে বেরিয়ে আসার দিন। তাই ব্রেক আপ ডে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন