দেশজুড়ে

তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেলো শিশুর

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকা‌ণ্ডে ঘরে তালাবদ্ধ অবস্থায় পুড়ে আইরিন খাতুন (৪) না‌মে এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত শিশু‌ তার নানা আব্দুল হান্না‌নের বা‌ড়ি‌তে পা‌লিত হ‌চ্ছিলোনিহত আইরিন একই উপ‌জেলার না‌জিমখাঁন ডাংঘাট এলাকার আলা আমিন-‌শিউলি দম্প‌তির মে‌য়ে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী)রাত সা‌ড়ে দশটার দি‌কে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘ‌টে। রাজারহাট থানার ওসি তছ‌লিম উদ্দিন বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার রা‌তে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এক‌টি ওয়াজ মাহ‌ফিল হচ্ছিল। ওই রা‌তে শিশু আইরিন‌কে ঘ‌রে রে‌খে আব্দুল হান্নানের বা‌ড়ির লোকজন ওয়াজ শুন‌তে যান। এ সময় বৈদ‌্যু‌তিক সর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয়ে মুহূ‌র্তেই ঘরের চার‌টি কক্ষ ও এক‌টি রান্না ঘর পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। এ সময় ঘ‌রে তালাবদ্ধ থাকা আব্দুল হান্না‌নের নাত‌নি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। 

কুড়িগ্রামের রাজারহাট ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের স্টেশন ইনচার্জ আবু তা‌হের ব‌লেন, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌য়ে‌ছে বৈদ‌্যু‌তিক সর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। ঘ‌রে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন না‌মে এক শিশুর মুত‌্যু হ‌য়ে‌ছে। এ ছাড়া আগু‌নে নগদ এক লাখ টাকা পুড়ে যাওয়াসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন