এশিয়ান লিজেন্ডস লিগে আশরাফুলের নেতৃত্বে খেলবেন তামিমরা
আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানে বাংলাদেশ টাইগার্সের হয়ে নেতৃত্ব দিবেন মোহাম্মদ আশরাফুল। এই দলে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যিনি কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
এছাড়াও দলটিতে বাংলাদেশের অন্যান্য সাবেক ক্রিকেটাররাও আছেন। দলের কোচ হিসেবে থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস।
বাংলাদেশ টাইগার্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ মার্চ, সন্ধ্যা ৭ টায়। প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।
এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টার্স ও ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে আশরাফুল-তামিমরা।
আগামী ১৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।
এমএইচ//