শাহবাগে টানা ১১তম দিনেও চলছে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের আন্দোলন
ঢাকা ও চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের রায়ে নিয়োগবঞ্চিতদের প্রতিবাদে রাজধানীর শাহবাগে টানা ১১তম দিনের মতো সমাবেশ চলছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছেন নিয়োগবঞ্চিত শিক্ষকরা। সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।
বিক্ষুব্ধরা বলছেন, দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেয়া ছিল। সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনকারীরা জানান, আজ ১১তম দিনের মতো শাহবাগে অবস্থান করছেন তারা। তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। অধিকার ফিরে পাওয়ার জন্য আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। গেলো ৬ ফেব্রুয়ারি আদালত তাদের নিয়োগ বাতিল করেন। নিয়োগ বাতিলের পর তারা একাধিক আন্দোলন ও সমাবেশ করলেও সরকারের কোনো কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা শান্তিপূর্ণভাবে কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে গেলেও এখনো কোনো আশ্বাস পাননি যে, তাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকেও কোনো আপিল করা হয়নি, যার ফলে তারা সমাবেশ চালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
নিয়োগবঞ্চিতদের দাবি, ২০২৩ সালের বিধিমালা অনুসারে তাদের নিয়োগ দেয়া হয়েছিল। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপে সুপারিশপ্রাপ্তরা প্রায় এক বছর আগে কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপের সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণদের নিয়োগে কোটা অনুসরণের অভিযোগে নিয়োগবঞ্চিত ৩১ জন প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন, যেখানে ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নিয়োগ স্থগিতের আদেশ দেন। এরপর থেকেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এসি//