জাতীয়

গেলো ১৫ বছরে সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে : প্রেস সচিব

গেলো ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে। বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনায় সভায় এসব কথা বলেন প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও অন্তর্বর্তী সরকার ধারণ করবে।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

শফিকুল আলম বলেন, উদাহরণ তৈরি করতেই অন্তর্বর্তী সরকার বারবার ভুল-ত্রুটি, অন্যায় থাকলে; জোর গলায় বলার ও লেখার আহ্বান জানাচ্ছে। নতুন বাংলাদেশে চাওয়া দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা। যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়।

শফিকুল আলম আরও বলেন, নেতা খুন করছে অথচ তাকে সমর্থন করছে এমন রাজনৈতিক কাঠামো যেন বাংলাদেশে না থাকে। আওয়ামী লীগের আমলে যারা বয়ান তৈরি করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের চিহ্নিত করতে ব্যক্তিগত উদ্যোগ

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন