দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা রণবীরের নায়িকা ইলিয়ানা
প্রথম সন্তান জন্মের সময় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। অভিনেত্রী সেই সময় খানিকটা আড়ালেই রেখেছিলেন প্রেমিককে। পুত্র কোয়ার জন্মের পর প্রেমিক মাইকেল ডোলানকে বিয়ে করেন ইলিয়ানা। তার পর বছর খানেক পুত্র কোয়াকে নিয়ে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন ইলিয়ানা।
বছর শুরুর প্রথমদিনই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। ইলিয়ানার ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছিলেন যে, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তবে তখন তিনি এই নিয়ে কিছু মন্তব্য করেননি। জল্পনাকে সত্যি করেই এবার অভিনেত্রী জানালেন যে, তিনি অন্তঃসত্ত্বা।
দ্বিতীয় বার মা হতে চলেছেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। মে মাসে পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। এমনই নানা আদুরে মুহূর্তের দেখা মিলেছে সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা গিয়েছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে নেটাগরিকের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা।
তবে ইলিয়ানা তখনও নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না। এবার সামাজিকমাধ্যমে কিছু ক্যান্ডি ও মুখরোচক খাবারের ছবি দিলেন ইলিয়ানা। বোঝাই যায় যে অন্তঃসত্ত্বা অবস্থার এমন পর্যায়ে রয়েছেন যে এই মুহূর্তে নানা ধরনের খাবার খেতে ইচ্ছে করছে। সেখানেই ইলিয়ানা লেখেন, ‘আপনি অন্তঃসত্ত্বা এটা মুখে না বলেও যে ভাবে বোঝানো সম্ভব আর কি।’
শনিবার ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কুরকুরের প্যাকেটের সঙ্গে অ্যান্টাসিডের ছবি শেয়ার করেন। ছবি তলায় ক্যাপশনে লেখা, 'মুখে না বলে বোঝাও যে তুমি প্রেগন্যান্ট'। এই নিয়ে স্পষ্ট করলেন যে, তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন।
জেএইচ