ফুটবল

রেফারিকে গালি দিয়ে নিষেধাজ্ঞার মুখে বেলিংহাম

লা লিগার ম্যাচ চলাকালীন সময় রেফারির সাথে বিরক্ত নিয়ে কথা বলতে দেখা যায় ইংলিশ ফুটবল তারকা জুড বেলিংহামকে। এরপরই তাকে লাল কার্ড দেখায় স্প্যানিশ রেফারি। সর্বনিম্ন ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হন বেলিংহাম। 

স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রেফারি মুনুয়েরা মন্তেরো খেলা শেষে জমা দেওয়া প্রতিবেদনে লিখেছেন, ‘রেফারির সাথে অশালীন ভাষায় কথা বলায় লাল কার্ডের সম্মুখীন হন বেলিংহাম ’।

অভিযোগ অস্বীকার করে বেলিংহাম বলেন, আমি রেফারির প্রতি সম্মান রেখেই তাকে ‘দূর হও’ বলেছি। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না।

তিনি আরো বলেন, একটা ভুল–বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। 

রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তিও বলেন, রেফারি ভালোমতো ইংরেজি না বোঝার কারনে এই ভুল বোঝাবুঝি হয়েছে। বেলিংহাম  যেই শব্দটি ব্যবহার করেছে তা আক্রমণাত্মক কিছু নয়।

১-০ গোলে এগিয়ে থাকা রিয়েল মাদ্রিদ বেলিংহামের লাল কার্ড দেখার পর ১০ জনের দল নিয়ে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি । ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে লা লিগার টেবিলে শীর্ষে থাকা এই স্প্যানিশ ফুটবল ক্লাবটি। 

 

এমএ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন