আন্তর্জাতিক

ট্রাম্পের ‘গাজা দখল’প্রস্তাবের নিন্দা জানিয়ে লন্ডনে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছেন হাজারো ফিলিস্তিনি সমর্থক। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন  এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্যালো শনিবাবর  ওয়েস্টমিনস্টারের হোয়াইটহল থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করতে করতে দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমসে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে যায়। 

প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) আয়োজিত বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীদের হাতে  ‘গাজা থেকে হাত সরিয়ে নাও’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এছাড়া, বিক্ষোভকারীদের মধ্যে ছিল ‘ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও’, ‘মিস্টার ট্রাম্প, কানাডা আপনার ৫১তম রাজ্য নয়’, ‘গাজা আপনার ৫২তম রাজ্য নয়’ লেখা ব্যানার।

 

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী  নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করে এটিকে পুনর্নির্মাণ ও ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা।

এমআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন