ফুটবল

বাটলারের অধীনেই দলে ফিরছে ১৮ নারী ফুটবলার

কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে সরে এসেছে নারী ফুটবল দলের ১৮ খেলোয়ার।

রোবরার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন নারী ফুটবলাররা।

মাহফুজা আক্তার কিরণ বলেন, বিদ্রোহ থেকে সরে এলেও এখনই তারা অনুশীলনে যোগ দিচ্ছেন না। আপাতত ছুটিতে যাবেন সাবিনারা। সেখান থেকে ফিরলে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কোচের সঙ্গে বসবে বাফুফে। তারপরেই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দিবেন সাবিনা-কৃষ্ণারা।

আলোচনার মাধ্যমে সকল সংকট দূর হবে জানিয়ে কিরণ বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। বাটলারের অধীনেই একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না।’

এর আগে সাবিনারা জানিয়েছিলেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। সেই সিদ্ধান্ত অনুসারে গেল ১৫ জানুয়ারি শুরু হওয়া দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেননি বিদ্রোহী ১৮ ফুটবলার।

ফলে বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাদ দিয়ে ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ২৬শে ফেব্রুয়ারি এবং ২রা মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের ২৪শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

 

এমএ//

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন