নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের ওপর জলকামান – টিয়ারশেল নিক্ষেপ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। সমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় তাদের ওপর জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন তারা। একপর্যায়ে আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষকরা এখনও সেখানেই অবস্থান করছেন।
আন্দোলনকারীরা জানান, টানা ১১ দিন ধরে তারা রাজপথে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগেও কয়েকবার আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ বলপ্রয়োগ করে। এরপরও শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনকারী এক শিক্ষক বলেন, ‘আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। সরকার আমাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো’।
অপরদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জন-ভোগান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বাধা দেয়া হয়েছে।
২০২৩ সালের ১৪ জুন প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৪ সালের ৩১ অক্টোবর তৃতীয় ধাপের ফল প্রকাশিত হয়। যেখানে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন।
পরবর্তীতে নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে এসব শিক্ষকদের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আদালত। সবশেষ গত ৬ ফেব্রুয়ারি ৬ হাজার ৫৩১ শিক্ষকের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলনে শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
আই/এ