বিনোদন

বাবার স্মৃতির ছায়ায় মোনালিসার স্বপ্নযাত্রা— মহাকুম্ভ থেকে মুম্বাই!

মহাকুম্ভের আলোয় এক রাতেই জনপ্রিয় হয়ে উঠেছেন মালাপসারিণী সুন্দরী মোনালিসা ভোঁসলে। শ্যামলা ত্বক, বাদামি চোখ, উজ্জ্বল হাসি— তার রূপে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। পরিচালকদের নজরও এড়ায়নি তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব। বলিউড থেকে ডাক এসেছিল, আর সেই সুযোগ হাতছাড়া করেননি মোনালিসা। মালা বিক্রির জীবন ছেড়ে স্বপ্নের নেশায় পা বাড়িয়েছেন নতুন শহরের পথে।

মোনালিসা ইতিমধ্যেই বলিউডে জায়গা করে নিয়েছেন। সনোজ মিশ্র পরিচালিত ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। প্রথমবার বিমানে চড়ে পরিচালককে সঙ্গ দিয়ে পৌঁছেছেন বেঙ্গালুরুতে, যেখানে এক নামী বিপণির অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন। সেখান থেকেই তার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

 

মুম্বাইয়ে পা রাখার পরেও মোনালিসার মনে রয়ে গেছে পুরনো সম্পর্কের উষ্ণতা। সম্প্রতি এক ভিডিওতে সবুজ ও ধূসর মিশেলের পোশাকে ধরা দিয়েছেন তিনি, গলায় সেই চেনা মালার ছোঁয়া। তবে সব কিছুর মাঝেও তার মন পড়ে আছে একজনের কাছে।

নিজের আবেগ লুকিয়ে না রেখে মোনালিসা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “বাবা, তোমার কথা খুব মনে পড়ছে।”

মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছার বন্যায় ভাসতে থাকেন তিনি— কেউ প্রশংসা করেছেন তার রূপের, কেউ বা সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন।

বেঙ্গালুরুতে বিলাসবহুল সাততারা হোটেলে থাকছেন মোনালিসা। অথচ একসময় পরিবারের অভাব মেটাতে মালা বিক্রি করতেন, পড়াশোনা শেষ করতে পারেননি, ঘরকন্নার কাজ সামলাতেন। কিন্তু জীবন বদলেছে। স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি। আর সেই স্বপ্নেরই অংশ হয়ে উঠেছে পড়াশোনা শেষ করার পরিকল্পনাও।

নতুন শহর, নতুন স্বপ্ন, নতুন বাস্তবতা— সবকিছুর মাঝেও মোনালিসার মন এখনো পড়ে আছে তার শিকড়ে, তার বাবার স্মৃতিতে। জীবনের মোড় ঘুরেছে ঠিকই, তবে তার যাত্রা যে আরও দূর, সেটাও স্পষ্ট!

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন