আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তুলে ইমরান নামের এক যুবক। পরে বিভিন্ন সময় ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় সে। এ বিষয়ে মামলা হলে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এস আই শফিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল থানার পুটিজুরী বাজার থেকে ইমরান হাসানকে গ্রেপ্তা্র করে পুলিশ। ইমরান হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরি ইউনিয়নের সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামের জনৈক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযাগ মাধ্যমে সর্ম্পক গড়ে তুলে। সম্পর্কের সুবাদে ওই শিক্ষার্থীর সাথে ভিডিও কলে কথা বলে এবং আপত্তিকর ভিডিও ছবি স্ক্রিন রেকর্ড করে আসছিলো। ওই ছাত্রীর বাবা প্রবাসে থাকার সুবাদে আসামী একপর্যায়ে ধারণকৃত ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে। পরে কয়েকধাপে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।
আসামীর কথা মতো টাকা না দিলেই ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিত ইমরান। একপর্যায়ে ইমরান বেপরোয়া হয়ে ওই ভিডিও কলের স্কিনশর্ট ধারন করে তা ডিজিটাল কারসাজির মাধ্যমে পর্নোগ্রাফিতে রূপান্তর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে থানার এসআই শফিকুল ইসলাম জানান, আসামীর কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে । এতে অশ্লীল ভিডিও সহ কিছু ছবি যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা হয়েছিলো তা পাওয়া গেছে।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত আসামীকে রোববার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
আই/এ