অপরাধ

৬ রাবারবাগান থেকে ২৬ শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি

বান্দরবানে লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি এলাকার ৬ রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মুঠোফোনে অপহৃতদের মধ্যে ১২ শ্রমিকের জন্য জনপ্রতি ৫০ হাজার করে মোট ৬ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম মুরুংঝিরি এলাকার সন্ত্রাসীরা কয়েকটি রাবারবাগানে হামলা চালায়।  অস্ত্রের মুখে সেখানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনার পরে এলাকার লোকজন আতঙ্কে রয়েছেন

মুরুংঝিরি এলাকার রাবারবাগানের মালিক মো. শাহাজাহান বলেন, আজ সকালে সন্ত্রাসীরা ৬টি বাগান থেকে ২৬ জনকে অপহরণ করেছে। এর মধ্যে তাঁর বাগান থেকে ১২ জনকে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

শাহাজাহান আরও জানান, সন্ত্রাসীরা অপহরণের শিকার এক শ্রমিকের মুঠোফোন থেকে আজ বিকেলে তাঁকে ফোন করে। বাগানের প্রত্যেক শ্রমিকের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, কয়েকটি রাবারবাগান থেকে ২৬ জন শ্রমিককে অপহরণের ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী হতে পারে। ওই সন্ত্রাসীরা কিছুদিন আগেও সরই ইউনিয়নের বমুখালের আগা থেকে তামাকখেতের শ্রমিকদের অপহরণ করেছে। উদ্ধার অভিযানে যাওয়া দল ফিরলে বিস্তারিত জানা যাবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন