খেলাধুলা

দীর্ঘ দিবস পর কাঙ্ক্ষিত গোল পেলেন নেইমার

ছবি: সংগৃহীত

কত দিবস কেটে গেছে, নেইমার ভক্তদের কেবল অপেক্ষা বেড়েছে! এই ব্রাজিলিয়ান তারকার কাছে একটি গোল দেখে না তারা। মাঝে কেটে যাওয়া ৫০২ দিনের অপেক্ষা শেষে গোল করেছেন নেইমার।

শৈশবের ক্লাব সান্তোসের হয়ে অ্যাগুয়া সান্তার বিপক্ষে গোল পেয়েছেন নেইমার। প্রত্যাবর্তনের পর তিন ম্যাচ খেলেছেন। যার মধ্যে দুই ম্যাচ ড্র ও এক ম্যাচে পরাজিত হয়েছে সান্তোস। চতুর্থ ম্যাচে এসে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের দল।

ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ফাউলের শিকার হন নেইমার। রেফারির দেয়া পেনাল্টির সিদ্ধান্তে স্পট কিকে সহজেই গোলটি করেন তিনি। নেইমার এর আগে আল হিলালের হয়ে সবশেষ গোল করেন।

সৌদি ক্লাবটির হয়ে ২০২৩ সালের  অক্টোবরে আসে নেইমারের গোল। সেদিন ম্যাচ জিতেছিল আল হিলাল। এরপরেই এক চোটে ছিটকে যান ব্রাজিলিয়ান তারকা! গত বছর অক্টোবরে মাঠে ফিরলেও, মাত্র ২ ম্যাচ খেলেন আল হিলালের হয়ে। এরপর কিছুদিন আগেই তার চিরচেনা ঠিকানা সান্তোসে যোগ দেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন