৫ দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন মিরপুর ১০ গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে মামলার শুনানি শেষে জিএম ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলাটি করেন।
এদিন একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এমএ//