চ্যাম্পিয়নস ট্রফি প্রস্তুতি ম্যাচ
ভালো শুরুর পর হতাশ করলেন সৌম্য, ক্রিজে মিরাজ-হৃদয়
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজন শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান শাহীনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে লাল-সবুজের দল।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচ হিসেবে স্কোয়াডের সবাইকেই খেলার অংশ রাখে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের আছে নির্দিষ্ট একাদশ। যে একাদশের কোনো খেলোয়াড় পাকিস্তান দলের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে নেই।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৬ রান করেই ফিরেছেন। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ব্যাটও হাসেনি। এই ব্যাটার ফিরেছেন ১২ রান করে। তবে আরেক ওপেনার সৌম্য সরকার চেষ্টা করেছেন ইনিংস বড় করতে।
অবশ্য সেই ইনিংসও বেশি বড় হয়নি। সৌম্য ব্যক্তিগত ৩৫ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
সবশেষ খবর অনুযায়ী, ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে বাংলাদেশ দল। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ৩০ রানে এবং তাওহিদ হৃদয় ১৩ রানে।
এমএইচ//