পঞ্চগড় পৌর বিএনপির নতুন কমিটির অনুমোদন
পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ দপ্তর সম্পাদক এ্যাড. মো তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী কেন্দ্র থেকে এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিতে আরো ১০ জন সদস্য যোগ করে সদস্য সচিব পদটি বিলুপ্ত করা হয়।
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বলেন, ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির তালিকা পেয়েছেন। এর আগের কমিটি এবং বর্তমান কমিটি দুটোতেই আমি আহ্বায়ক। তবে ইতিমধ্যে পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব বলেন, আগের আহ্বায়ক কমিটির সাথে আরো ১০ জনকে যুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এর আগের কমিটিতে তিনি ছিলেন না। আহ্বায়কের সাথে আলোচনা করে কমিটির বাকি কাজগুলো করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে পঞ্চগড় পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। যাতে পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামকে আহ্বায়ক, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম আখতারুজ্জামান শাহজাহান সদস্য সচিব ও আব্দুল্লাহ আল মামুন রনিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে ২০১৯ সালে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
আই/এ