ফুটবল

আন্তোনির এখন গোল মেশিন

ম্যাচের ৩১ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন আন্তোনি।  ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের আদায় করা পেনাল্টি নিতে যান আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তবে তার স্পট কিক আটকে দেন রিয়াল সোসিয়াদের গোলরক্ষক।

সেলসো সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে রিয়াল বেতিসকে এগিয়ে দেন আন্তোনি নিজেই। ম্যাচের ৫১ মিনিটে দুর্দান্ত ভোলিতে প্রথম লিড এনে দেন তিনি।

আন্তোনি ছাড়াও মার্ক রোকার জোড়া গোলে লা লিগার ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় রিয়াল বেতিস।  ম্যাচটিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আন্তোনি।  

অথচ ম্যানচেস্টার ইউনাইটেডে বোঝায় পরিণত হয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।  তাই ইংলিশ ক্লাবটি ধারে রিয়াল বেতিসে পাঠায় আন্তোনিকে।

স্প্যানিশ ক্লাবটিতে নাম লিখিয়ে যেন গোল মেশিনে পরিণত হয়েছেন আন্তোনি।  ওদিকে তাঁকে ছেড়ে দেওয়ার পর ম্যানইউ ভুগছে গোলখরায়।

গেলো রাতে প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে ১–০ গোলে হেরেছে ম্যানইউ।  এ হারে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে নেমে গেছে রুবেন আমোরিমের দল।

 

একই রাতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩–০ ব্যবধানে হারিয়ে ১৫ নম্বর থেকে একলাফে আটে উঠে এসেছে মানুয়েল পেলেগ্রিনির দল।

এ সম্পর্কিত আরও পড়ুন