সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুল গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে গোয়েন্দা পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘তাকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন। তার বিরুদ্ধে দুদকে মামলা আছে। এখনো সিদ্ধান্ত হয়নি কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব পান তিনি। পরবর্তীতে গুরুতর অভিযোগের ভিত্তিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।
এসি//