বিনোদন

মহাকুম্ভ স্নানে কী চাইলেন রশ্মিকার প্রেমিক অভিনেতা বিজয়

ছোট করে কাটা চুল, গলায় রুদ্রাক্ষের মালা। পরনে গেরুয়া ধুতি। এমন রূপে মহাকুম্ভে পুণ্যস্নান করতে দেখা যায় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডাকে। তবে একা নন, অভিনেতা গিয়েছিলেন তার মায়ের সঙ্গে। এ দিকে নিজের ছবি ‘ছাওয়া’র প্রচারে ব্যস্ত চর্চিত প্রেমিকা রশ্মিকা মন্দানা। পাশাপাশি চলছে ‘সিকান্দর’ ছবির শুটিং। তাই মহাকুম্ভে বিজয়ের সঙ্গে দেখা যায়নি রশ্মিকাকে। যদিও প্রেমিকার জন্য করে গিয়েছেন বিশেষ বন্দোবস্ত।

রশ্মিকাকে ইদানিং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে। তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস করেছিরেন ছবিশিকারিরা। তখন থেকেই গুঞ্জন, চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাকপর্ব! সংসার জীবনে যাতে কোনও দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, তার জন্যই পুণ্যস্নান সারলেন অভিনেতা। সঙ্গী মা মাধবী দেবেরাকোন্ডা। এর মাঝেই সামাজিকমাধ্যমে এক গোছা লাল গোলাপের ছবি দেন রশ্মিকা। তাতেই লেখেন, ‘তুমি আমাকে অভিভূত করার একটা মুহূর্ত ছাড়ো না।’ গত কয়েক দিন ধরেই বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আগল ভেঙেছেন। নিজের প্রেম জীবন নিয়ে নানা ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। এবার চার হাত এক হওয়ার দিন গুনছেন তাদের অনুরাগীরা।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন