আন্তর্জাতিক

ট্রাম্পের ‘গাজা দখল’ পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন দুই মার্কিন সিনেটর

ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ছবি: সগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দুই মার্কিন সিনেটর। 

সোমবার(১৭ ফেব্রয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর  লিন্ডসে গ্রাহাম গাজা দখলের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন।

স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, গাজা দখলের জন্য আমেরিকা কোনোভাবেই এগিয়ে যাবে না।

অন্যদিকে, ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি ‘অসম্ভব’ বলে অভিহিত করেছেন ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। আরব রাষ্ট্রগুলো গাজার জন্য একটি কার্যকর বিকল্প পরিকল্পনা উপস্থাপন করবে বলেও তিনি জানান।

সিনেটর ব্লুমেনথাল জানান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, আরব দেশগুলো এমন একটি পরিকল্পনা উপস্থাপন করবে, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা দখলের পরিকল্পনা’ পুরো আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে আরব দেশগুলোতে এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। পাশাপাশি ফ্রান্স, স্পেনসহ ইউরোপের অনেক দেশ ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন