প্রয়োজনে নতুন করে গঠিত হতে পারে র্যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, প্রয়োজন হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নতুন করে গঠন করা হতে পারে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
নাম পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি আগামী সভায় নির্ধারণ করা হবে। তিনি আরও যোগ করেন, প্রয়োজন হলে র্যাব নতুন করে গঠন করা হবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের আগে র্যাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। গুমসংক্রান্ত ঘটনা তদন্তে সরকার গঠিত কমিশনে গত দেড় মাসে র্যাবের বিরুদ্ধে ১ হাজার ৬০০-এর বেশি অভিযোগ জমা পড়ে। বিশেষ করে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের সম্পৃক্ততা প্রমাণিত হলে দেশ-বিদেশে আলোচনার ঝড় ওঠে। এ ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে র্যাব।
এছাড়া র্যাবের বন্দিশালার খোঁজ পাওয়া যায়, যেখানে গুম হওয়া ব্যক্তিদের রাখা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গেলো ১৬ বছরে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, ক্রসফায়ার, গুম ও নির্যাতনের অভিযোগ বারবার উঠেছে। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের লক্ষ্য করে হত্যা ও নির্যাতনের অভিযোগও রয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিলেন।
গেলো জুলাই মাসে অভ্যুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগও উঠেছে।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনেও র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে।
এসি//