অপরাধ

দম্পতিকে সরাসরি কোপ দেয়া সেই যুবক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলফাজ (২৩) ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলো এ নিয়ে এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে মোট তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলফাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

গতকাল রাতে বাইকের সঙ্গে রিক্সার ধাক্কা লাগার জেরে ওই দম্পতির সঙ্গে কিশোর গ্যাং এর দুই সদস্যের বাকবিতণ্ডা হয়। পরে ওই গ্যাং এর আরও ৫ জন সদস্য আসলে তারা ওই দম্পত্তির ওপর চড়াও হয়। এসময় নিজের স্বামিকে বাঁচাতে ওই নারী ঢাল হয়ে দাড়ান এবং হাতজোর করে না কোপ দিতে অনু্রোধ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। পরে জানা যায় ভুক্তভোগী ওই পুরুষ ও নারী সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের নাম মকবুল ও ইফতি।

এদিকে ঘটনার সময় স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিলে হামলাকারীদের অনেকে পালিয়ে গেলেও দুজনকে আটক করে স্থানীয়রা। এসময় আটকদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। এরপর সোমবার রাতেই গ্রেপ্তার দেখানো হয় তাদের।

এদিকে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন