কুয়েটে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতা কর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ভিসি চত্বর ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু বলেন, আবার যদি কেউ ছাত্রলীগের মতো ফিরে আসতে চায়, আর যদি কেউ ছাত্রদের ওপর হামলা করে। তবে তাদেরকে প্রতিহত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার রাজপথে নামবে। নতুন বাংলাদেশে ছাত্রলীগের স্টাইল ও ফ্যাসিবাদী কায়দায় হামলা চলবে না।
সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করছে । যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধীরা দাঁড়াবেন। এ দেশে স্ট্যাম্প ও লাঠির, রামদার রাজনীতি চলবে না। প্রয়োজনে তারা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছেন।
এদিকে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সংগঠনটি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে'।
এর আগে দুপুরে ছাত্র রাজনীতি নিষিদ্ধকে কেন্দ্র করে কুয়েটে সংঘর্ষে জড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির ও ছাত্রদল। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আই/এ