আইন-বিচার

৫ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গেলো ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার মিছিলে অংশ নেন আব্দুল্লাহ আল মাহিন। এসময় আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় মাহিনের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আনিসুল হক ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

 

প্রসঙ্গত, গেলো ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন